In-house Moot Court Competition in Manarat International University

In-house Moot Court Competition in Manarat International University

Department of Law, Manarat International University recently hosted an in-house Moot Court Competition, in commemoration of Late Shah Abdul Hannan, one of the founding figures of the university.

Relavant News Links are below –

Daily Naya Diganta – https://dailynayadiganta.com/bangladesh/education-campus/5iSnsnuLceID

Campus Report https://campusreport24.com/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9F-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE

Bahanno News https://archive.bahannonews.com/education/qplqtfro/

মানারাতে শাহ আব্দুল হান্নান মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (এমআইইউএমসিএস) আয়োজিত দুই দিনব্যাপী ১ম শাহ আব্দুল হান্নান মেমোরিয়াল ইন্ট্রা ডিপার্টমেন্ট মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) বর্ণাঢ্য  সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এবং রানার-আপ দলকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আতিকা ফারজানা, লুবনা আক্তার ও মিথি আক্তারের দল দি জুরিস গার্ল (টিম কোড ২৫১১) চ্যাম্পিয়ন হয়। ইফতি সাহাল সারা, আয়েশা আরেফিন ও মো: শিবলি ইসলামের দল লেক্স ভেরিটাস (টিম কোড ২৫০৪) রানার-আপ হয়। প্রতিযোগিতায় আইন বিভাগের বিভিন্ন ব্যাচ থেকে ১২টি দলে ভাগ হয়ে মোট ৩৬ জন শিক্ষার্থী অংশ নেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গণি। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আবু সাঈদ এবং প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে অংশ নেয়া সুপ্রিম কোর্টের তিন খ্যাতিমান আইনজীবী- ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রসিকিউটর ব্যারিস্টার শেখ [শাইখ] মাহাদি ও এস. এম. তাসমিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব এমআইইউ মুট কোর্ট সোসাইটি ও আইন বিভাগকে শিক্ষার্থীদের ভবিষ্যত পেশাগত জীবনের উন্নয়নের লক্ষ্যে এমন সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে- এ প্রতিযোগিতা আইন বিভাগের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যুক্তিতর্ক উপস্থাপনে দক্ষতা এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share this content: