Expert Talk : “Business Law in a Competitive World: Emerging Challenges”

Expert Talk : “Business Law in a Competitive World: Emerging Challenges”

Participated as a panelist at the Expert talk session titled”Business Law in a Competitive World: Emerging Challenges and Career Opportunities”, held at Daffodil International University.

Coverage at Ekushey TV is as follows – https://www.ekushey-tv.com/education/1360873111111161442

শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ব আইনি বাজারের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে ব্যবধান পূরণের লক্ষ্যে “প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক আইন: উদীয়মান চ্যালেঞ্জ এবং ক্যারিয়ারের সুযোগ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আইন বিভাগের উদ্যোগে শনিবার (২৬ এপ্রিল) নলেজ টাওয়ারের আন্তর্জাতিক সম্মেলন হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেমিনারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্মানিত ভাইস চান্সেলর ও  ডীন, ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস এন্ড সোশ্যাল সাইন্স সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এই অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত এবং কানাডার ১৭ জন বিশিষ্ট প্যানেলিস্ট একত্রিত হন। যাদের মধ্যে ছিলেন বিশিষ্ট ডিন, সিনিয়র শিক্ষাবিদ, আন্তর্জাতিক আইন পণ্ডিত, শীর্ষস্থানীয় কর্পোরেট অনুশীলনকারী এবং শিল্প কৌশলবিদ। 

তাদের উপস্থিতি ডিআইইউর উচ্চাকাঙ্ক্ষী আইনজীবীদের জন্য জ্ঞান ভাগাভাগি, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং ক্যারিয়ার নির্দেশিকার একটি গতিশীল প্ল্যাটফর্মে পরিণত করে। 

অধিবেশনটি শুরু হয় ডিআইইউ-এর আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবং প্রধান (ভারপ্রাপ্ত) ড. এস. এম. সাইফুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যাতে তারা কেবল পাঠ্যপুস্তক জ্ঞানের সাথেই নয়, বরং বাস্তব জগতের, অনুশীলন-ভিত্তিক অন্তর্দৃষ্টি দিয়ে সজ্জিত আইন স্নাতক তৈরি করতে পারে। 

অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ের উপর চিন্তা-উদ্দীপক আলোচনায় মুগ্ধ হন।

আলোচনার বিষয় ছিল-ব্যবসায়িক আইন অনুশীলনের উপর বিশ্বায়নের ক্রমবর্ধমান প্রভাব; ফিনটেক আইন, বৌদ্ধিক সম্পত্তি এবং কর্পোরেট গভর্নেন্সের মতো উদীয়মান ক্ষেত্র; প্রতিযোগিতামূলক অর্থনীতিতে আন্তর্জাতিক আইনি ক্যারিয়ার গঠনের কৌশল ও কর্পোরেট আইনি পরিষেবায় নৈতিক চ্যালেঞ্জ এবং নেতৃত্বের দায়িত্ব।

প্রধান আকর্ষণগুলোর মধ্যে ছিল ভারতের ইউইএমকে-এর অধ্যাপক ড. শম্ভু প্রসাদ চক্রবর্তীর একটি অনুপ্রেরণামূলক বক্তব্য। যিনি আন্তঃসীমান্ত আইনি সহযোগিতার ভবিষ্যত নিয়ে জোর দিয়েছিলেন।

এছাড়া ড. মো. রবিউল ইসলাম, আবু সালেহ এবং ব্যারিস্টার শাইখ মাহদীর মতো বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা, যারা আন্তর্জাতিক বাণিজ্য আইন এবং ক্যারিয়ার উদ্ভাবনের মধ্যে জটিল সম্পর্ক অন্বেষণ করেছিলেন। 

কানাডা থেকে ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ এবং ভারত থেকে ডক্টর দেবশ্রী চক্রবর্তী ভার্চুয়াল মাধ্যমে যোগদান করেন। যা আলোচনাকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সাথে সমৃদ্ধ করে।

ডিআইইউর মিডিয়া ল্যাবের প্রযুক্তিগত উৎকর্ষতা আন্তর্জাতিক অংশগ্রহণকে নিরবচ্ছিন্ন করে তোলে, যা অধিবেশনটিকে সত্যিকার অর্থে সীমাহীন করে তোলে। 

একটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল ওপেন-ফ্লোর প্রশ্নোত্তর, যেখানে এলএলবি-র শেষ বর্ষের শিক্ষার্থীরা প্যানেলিস্টদের সাথে আগ্রহের সাথে জড়িত ছিলেন, ক্যারিয়ার পরামর্শ, ইন্টার্নশিপের পথ এবং শিল্প প্রত্যাশা সম্পর্কে অন্তর্দৃষ্টি খুঁজছিলেন। 

শিক্ষার্থীরা অধিবেশনটিকে “চোখ খোলা” এবং “রূপান্তরকারী” হিসাবে বর্ণনা করেন। ঐতিহ্যবাহী আইনি অনুশীলনের বাইরে বৈচিত্র্যময় এবং গতিশীল ক্যারিয়ারের পথ অনুসরণ করার জন্য তাদের অনুপ্রেরণা প্রকাশ করেন। 

আয়োজক কমিটি, রোভার স্কাউট দলের উৎসাহী স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টা এবং ডিআইইউ প্রশাসনের অটল সমর্থনকে স্বীকৃতি জানিয়ে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। 

Share this content: