Meeting with Dignity and Socchar on Campus-based torture and violence

Meeting with Dignity and Socchar on Campus-based torture and violence

A meeting took place with Dignity – Danish Institute against Torture and Socchar – Torture Watchdog Bangladesh on pertinent issues.

Find attached the news links relating to the meeting.

দৈনিক জনকণ্ঠ – https://www.dailyjanakantha.com/national/news/786696?

দৈনিক বাংলা এফএম – https://bangla.fm/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A6%A0%E0%A6%A8/huiy7h/

নির্যাতন বিরোধী আন্তর্জাতিক সংস্থা ডিগনিটি’র সাথে সোচ্চারের বৈঠক

ঢাকায়, যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংস্থা সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ এবং নির্যাতন-বিরোধী আন্তর্জাতিক সংস্থা ডিগনিটি-ডেনিশ ইনস্টিটিউট অ্যাগেইনস্ট টর্চার এর প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্যাতন বিরোধী আন্দোলনে উভয় সংস্থার অবদান ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে সোচ্চারের প্রতিনিধিত্ব করেন সোচ্চারের আইনি সহায়তা বিভাগের ডিরেক্টর ব্যারিস্টার শাইখ মাহদী এবং প্রজেক্ট ম্যানেজার সুমাইয়া তামান্না।

ডিগনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিগনিটি’র প্রজেক্ট ম্যানেজার গিট্টে ক্যাম্পম্যান রোয়েন্ডে, সাইকোশোশ্যাল কাউন্সেলর মিয়া লুন্ড সোয়েরেনসেন ও লিগ্যাল কাউন্সেল এরগুন কাকাল।

এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন এবং বিচার ফাউন্ডেশনের সিইও মোঃ শরফুদ্দিন। সংস্থা দুটি ভবিষ্যতে বাংলাদেশে টর্চারের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।

Share this content: