Four lawyers have filed their cases in the High Court as intervenors to speak on behalf of the common people of the country in the rule issued on why the 15th Amendment to the Constitution should not be invalid. They are Barrister Nishat Mahmud, Barrister Shyikh Mahdi, Nafiul Alam Supta, and Saiyed Abdullah.
A compilation of news reports regarding the matter are listed below –
জাগোনিউজ – https://www.jagonews24.com/law-courts/news/981493
ঢাকা পোস্ট – https://www.dhakapost.com/law-courts/322317
খবরের কাগজ – https://www.khaborerkagoj.com/law-court/836440
ডেইলি করতোয়া – https://www.dailykaratoa.com/article/107994
সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না- মর্মে জারি করা রুলে দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলতে ইন্টারভেনর হিসেবে চার আইনজীবী হাইকোর্টে নিজেদের পক্ষভুক্ত করেছেন। তারা হলেন- ব্যারিস্টার নিশাত মাহমুদ, ব্যারিস্টার শাইখ মাহদী, নাফিউল আলম সুপ্ত ও সাইয়েদ আবদুল্লাহ।
মঙ্গলবার (১২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের পক্ষভুক্ত করে আদেশ দেন। বুধবার (১৩ নভেম্বর) আইনজীবীরা আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। আদালতে আবেদনকারী চারজনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী।
এর আগে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত পক্ষভুক্ত হয়েছেন।
গত ১৯ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেছিলেন। সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন।